বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস
বিদ্যালয়
প্রতিষ্ঠার ইতিহাস
ঈশানবালা এম জে এস উচ্চ বিদ্যালয়টি চাঁদপুর
জেলাধীন হাইমচর উপজেলার অন্তর্গত মেঘনার বুকে জেগে উঠা ৪নং নীলকমল ইউনিয়নের প্রত্যন্ত
চরাঞ্চল ঈশানবালা গ্রামে অবস্থিত। এই গ্রামে প্রায় ১৫০০০ (পনেরো হাজার) লোকের
বসবাস। বেশিরভাগ লোকই প্রলয়ংকারী মেঘনা নদীর পুর্ব পাড়ের ভাঙ্গনের
স্বীকার হয়ে এই চরে এসে বসতি স্থাপন করে। এরই সাথে এই এলাকার ছোট ছোট শিশুদের
প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য কতৃপক্ষ নদীগর্ভে বিলীন হয়ে
যাওয়া ৪টি প্রাথমিক বিদ্যালয় এই এলাকায় পূনঃস্থাপন করে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য
যে, উচ্চ শিক্ষার মাধ্যম হিসাবে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় প্রাথমিক
সমাপনী শেষে উচ্চ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়। তাই এই এলাকার ছোট - ছোট
ছেলে মেয়েরা আধুনিক সভ্যতা, শিক্ষা ও সংস্কৃতি থেকে অনেকটা পিছিয়ে পড়ে। পিছিয়ে পড়া
ছেলে-মেয়ে এই দুরবস্থার কথা চিন্তা করে কিছু সংখ্যক শিক্ষানুরাগী ব্যক্তি উচ্চ শিক্ষার মাধ্যম হিসাবে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার
স্বপ্ন দেখেন। তারই ধারাবাহিকতায় প্রধান উদ্যোক্তা জনাব, ডাঃ মোঃ সিয়ারাজুল
ইসলামের নেতৃত্বে নিম্নোল্লেখিত উদ্যোক্তাগণের উদ্যোগে প্রাথমিক পর্যায় ঈশানবালা এম জে এস নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামে
এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করিয়া ০১/০১/১৯৯৪
ইং সনে মালেরহাট যুব সংঘের সভাপতি জনাব, মোঃঃ ওয়ালীউজ্জামান এর সভাপতিত্বে
পাঠদান কার্যক্রম শুরু করেন। বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দান করেন জনাব মোঃ
আঃ রাজ্জাক সরকার ও জনাব মোঃ ফিরোজ আলম সরকার। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের
দায়িত্ব অর্পন করা হয় জনাব মোঃ শাহাবুদ্দিন মিয়ার হাতে । অতঃপর তাঁহার সফল
নেতৃত্বে এবং উদ্যোক্তা সদস্য জনাব মোঃ কামাল উদ্দিন সরদারের দীর্ঘ সময়ের
সভাপতিত্বে ০১/০১/১৯৯৮ইং সনে পাঠদানের অনুমতি, ০১/০১/২০০০ ইং সনে নিম্ন
মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি লাভ করে। এরপর বিদ্যালয়ের সফল সভাপতি জনাব
কামাল সরদারের জীবনাবসান হলে ভার প্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব অর্পিত হয়
বিদ্যালয়ের প্রধান উদ্যোক্তা সদস্য জনাব ডাঃঃ সিরাজুল ইসলামের উপর। তাঁহার
সভাপতিত্বে ০১/০৫/২০১০ ইং সনে বিদ্যালয়টি এমপিও ভুক্ত হয় এবং ০১/০১/২০১১ ইংসনে
মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি লাভের মাধ্যমে পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম
শুরু করা হয়। এরপর ০১/০১/২০১৯ খ্রি সনে মাধ্যমিক পর্যায়ে এমপিও ভুক্ত হয়ে একটি
পুর্নাঙ্গ উচ্চ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করে।
উদ্যোক্তা
সদস্যগণের নাম নিম্ন রূপঃ
|
১। জনাব, ডাঃ মোঃ সিরাজুল ইসলাম। ২। জনাব, মোঃ কামাল উদ্দিন সরদার । ৩। জনাব মোঃ গেয়াস উদ্দিন শিকদার। ৪। জনাব মোঃ মোশাররফ হোসেন সরদার। |
৫। জনাব মোঃ মোসলেম হাওলাদার। ৬। জনাব মোঃ নাসির উদ্দিন সরদার। ৭। জনাব, মোঃ আঃ মানান সরদার।
|
দাতা সদস্য
গণের নামঃ
|
১। জনাব,
মোঃঃ আব্দুর রাজ্জাক সরকার (জমি দাতা) ২। জনাব,
মোঃ ফিরোজ আলম সরকার।(জমি দাতা) ৩। মালেরহাট যুব সংঘ (ঘর ও নগদ অর্থ দাতা) |
৪। জনাব, মোঃ সানাউল্লাহ সরদার (নগদ অর্থ দাতা ৫। জনাব,
মোঃ সালাউদ্দীন আহাম্মেদ সরদার (আজীবন সদস্যের জন্য নগদ অর্থ দাতা) |
অর্থের উৎসঃ
সৃজনাল ফসল সংগ্রহ, স্থানীয় অনুদান, বাজার ব্যবসায়ীদের মাসিক অনুদান।
অর্থ সংগ্রহকারীঃ
|
১। জনাব, মোঃ কামাল উদ্দিন সরদার |
২। প্রধান শিক্ষক, শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ ও অন্যান্য শিক্ষক
বৃন্দ |